Poem In Bangla
বসন্ত
আশরাফুন নাহার আশা
বসন্ত আসুক,
সব রিক্ততা ভুলিয়ে দিক নিমিষেই ।
চোখ বন্ধ করলেই যেন শুনতে পাই,
কাঙ্ক্ষিত মধুর কণ্ঠস্বর।
চাওয়া পাওয়ার হিসাব কষতে যেন,
খুলতে হয় নতুন হালখাতা ।
পাতা ঝরা শীতের
রিক্ততা আর বিচ্ছেদের স্মৃতি মুছে,
অঙ্কুরিত হোক নতুন দিনের পথ চলার স্বপ্ন।
বসন্তের রঙিন ফুলের আভায়,
পৃথিবী হোক না রঙিন।
অকারন স্মিত হাসির কারন হোক বসন্ত।
ভাবনার প্রজাপতি ডানা মেলুক,
বসন্তের ছোঁয়ায়।
না হয় থাকব অপেক্ষায় সহস্রাব্দ,
বাসন্তী শাড়ি পরে।
তবুও বসন্ত আসুক।