Bengali Poem Ananna Khan আমার মৃত্যুর শোক এবার আমাকেও ছেড়ে দিতে হবে দাবি,যাযাবরের মতন পথ থেকে পথেফিরে যেতে হবে একা, একাকী।আমার জন্য রোজ মরে যায় যারা,তারা না হয় প্রাণ খুলে বাঁচুক আরো কয়েক যুগ!আমার মৃত্যুর সংবাদ হৃদয় গহীনে থাকুক চিরকাল,হাজারো কমলা রঙের বসন্ত আসুক।সে রোদে নতুন বধুয়ারা মেলে দেবে দীর্ঘ অলক,ঘোর লাগা চোখে দূর দিগন্তে অপলক দৃষ্টি যাদের!দখিন হাওয়ায় দুলে উঠবে তাদের সোনার নোলক;আর তাবৎ পৃথিবীতে ধ্বনিত হবে উৎসব উৎসব রব।আমার মৃত্যুর শোক সমুদ্র ছুঁয়েমেঘে মেঘে উড়ে যাক, উড়ে যাক।